নিজস্ব সংবাদদাতাঃ হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই শুরু হতে চলেছে আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে খেলা এবং শেষ হবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত। জানা গিয়েছে যে, এই বিশ্বকাপে অংশগ্রহণ করতে চলেছে ১০ টি দেশ। আসুন জেনে নিই তাদের সম্পূর্ণ তালিকা।
ভারতঃ ভারতের হয়ে অধিনায়কত্ব করবেন হরমনপ্রীত কৌর। এছাড়াও, এই দলে রয়েছেন স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, জেমিমাহ রদ্রিগেস, রিচা ঘোষ (উইকেটরক্ষক), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), পূজা বস্ত্রাকার, অরুন্ধতী রেড্ডি, রেনুকা সিং ঠাকুর, দয়ালান হেমলথা, আশা পাটিল, আশা সোধা, রাধাভান, রবিশ , সাজনা সজীবন।
🚨 NEWS 🚨
— BCCI Women (@BCCIWomen) August 27, 2024
Presenting #TeamIndia's squad for the ICC Women's T20 World Cup 2024 🙌 #T20WorldCup pic.twitter.com/KetQXVsVLX
অস্ট্রেলিয়াঃ অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়কত্ব করবেন অ্যালিসা হিলি। এছাড়াও, এই দলে রয়েছেন তাহলিয়া ম্যাকগ্রা, ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস, আলানা কিং, ফোবি লিচফিল্ড, সোফি মোলিনাক্স, বেথ মুনি (উইকেটরক্ষক), এলিস পেরি, মেগান শুট, অ্যানাবেল সাদারহ্যাম, জিওরল্যান্ড।
বাংলাদেশঃ বাংলাদেশের হয়ে অধিনায়কত্ব করবেন নিগার সুলতানা জ্যোতি। এছাড়াও, এই দলে রয়েছেন নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, ঝর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, ঋতু মনি, শোভনা মোস্তারি, দিলারা আক্তার (উইকেটরক্ষক), সুলতানা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, তাজ নেহার, দিশা বিশ্বাস, সাথী রাণী।
ইংল্যান্ডঃ ইংল্যান্ডের হয়ে অধিনায়কত্ব করবেন হিদার নাইট। এছাড়াও, এই দলে রয়েছেন ড্যানি ওয়াট, সোফিয়া ডাঙ্কলে, ন্যাট সাইভার-ব্রুন্ট, অ্যালিস ক্যাপসি, অ্যামি জোন্স (উইকেটরক্ষক), সোফি একলেস্টোন, চার্লি ডিন, সারাহ গ্লেন, লরেন বেল, মাইয়া বাউচিয়ার, লিনসে স্মিথ, ফ্রেয়া কেম্প, ড্যানিয়েল বেল, ড্যানিয়েল হিথ (উইকেটরক্ষক)।
নিউজিল্যান্ডঃ নিউজিল্যান্ডের হয়ে অধিনায়কত্ব করবেন সোফি ডিভাইন। এছাড়াও, এই দলে রয়েছেন সুজি বেটস, ইডেন কারসন, ইসাবেলা গেজ (উইকেটরক্ষক), ম্যাডি গ্রিন, ব্রুক হ্যালিডে, ফ্রাঁ জোনাস, লেই ক্যাসপেরেক, অ্যামেলিয়া কের, জেস কের, রোজমেরি মাইর, মলি পেনফোল্ড, জর্জিয়া প্লামার, হান্না রোয়ে, লিয়া তাহুহু।
পাকিস্তানঃ পাকিস্তানের হয়ে অধিনায়কত্ব করবেন ফাতিমা সানা। এছাড়াও, এই দলে রয়েছেন আলিয়া রিয়াজ, ডায়না বেগ, গুল ফিরোজা (উইকেটরক্ষক), ইরাম জাভেদ, মুনিবা আলী (উইকেটরক্ষক), নাশরা সুন্ধু, নিদা দার, ওমাইমা সোহেল, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল, সিদরা আমিন, সৈয়দা আরুব শাহ, তাসমিয়া রুবাব, তুবা হাসান।
📸 ICC Women's T20 World Cup bound squad ✈️
— Pakistan Cricket (@TheRealPCB) September 23, 2024
Good luck team! 🇵🇰 #BackOurGirls pic.twitter.com/hqvc1qLT1L
স্কটল্যান্ডঃ স্কটল্যান্ডের হয়ে অধিনায়কত্ব করবেন ক্যাথরিন ব্রাইস। এছাড়াও, এই দলে রয়েছেন সারাহ ব্রাইস, লোরনা জ্যাক-ব্রাউন, অ্যাবি আইটকেন-ড্রামন্ড, আবতাহা মাকসুদ, সাসকিয়া হরলি, ক্লোই অ্যাবেল, প্রিয়ানাজ চ্যাটার্জি, মেগান ম্যাককল, ডারসি কার্টার, আইলসা লিস্টার (উইকেটরক্ষক), হান্না রেইনি, এফ ক্যাথেরাস, এফ ক্যাথরিন, অলিভিয়া বেল।
দক্ষিণ আফ্রিকাঃ দক্ষিণ আফ্রিকার হয়ে অধিনায়কত্ব করবেন লরা ওলভার্ড। এছাড়াও, এই দলে রয়েছেন অ্যানেকে বোশ, তাজমিন ব্রিটস, নাদিন ডি ক্লার্ক, অ্যানেরি ডারকসেন, মাইকে ডি রাইডার (উইকেটরক্ষক), আয়ন্দা হুলুবি, সিনালো জাফতা (উইকেটরক্ষক), মারিজান ক্যাপ, আয়াবোঙ্গা খাকা, সুনে লুউস, ননকুয়েশ, ননকুয়েশ সেখুখুনে, ক্লো ট্রায়ন।
শ্রীলঙ্কাঃ শ্রীলঙ্কার হয়ে অধিনায়কত্ব করবেন চামারী অথাপাথু। এছাড়াও, এই দলে রয়েছেন আনুশকা সঞ্জীওয়ানি (উইকেটরক্ষক), হর্ষিতা মাধবী সামারাবিক্রমা, নীলাক্ষিকা ডি সিলভা, ইনোকা রানাবীরা, হাসিনি পেরেরা, কবিশা দিলহারি, শচিনি নিসানসালা, বিশমি গুনারত্নে, উদেশিকা প্রবোধিনী, প্রীতি কুমারী, আশিকা প্রবোধিনী, আশিকা ইমহানি, আমা কাঞ্চনা।
ওয়েস্ট ইন্ডিজঃ ওয়েস্ট ইন্ডিজের হয়ে অধিনায়কত্ব করবেন হেইলি ম্যাথিউস। এছাড়াও, এই দলে রয়েছেন আলিয়া অ্যালেইন, শামিলিয়া কনেল, ডিয়েন্দ্রা ডটিন, শেমাইন ক্যাম্পবেল (উইকেটরক্ষক), আশমিনি মুনিসার, অ্যাফি ফ্লেচার, স্ট্যাফানি টেলর, চিনেল হেনরি, চেডিয়ান নেশন, কিয়ানা জোসেফ, জাইদা জেমস, কারিশমা ম্যানইসা, ম্যানইরা, ম্যানইউ, ম্যানইউ।
World Boss!🐐
— Windies Cricket (@windiescricket) September 22, 2024
🔹 The 1st Women to score a century in both T20Is & a T20 World Cup!🏏
🔹 The best bowling figures in a T20 World Cup!🔥
Any time she's in the middle, something special could happen.💥#WIBelieve | #MaroonWarriors pic.twitter.com/siv3phMPmu