নিজস্ব সংবাদদাতা: টি ২০ বিশ্বকাপ খেলতে দুবাই উড়ে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। অন্যান্যবারের তুলনায় এবারের ভারতীয় দল বেশ শক্তিশালী। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা সিরিজে দুরন্ত পারফরমেন্সের পর আত্মবিশ্বাসের দিক থেকে স্মৃতি মন্ধনা-শেফালি বর্মারা ভালো জায়গায় রয়েছেন।
এছাড়াও ফর্মের মধ্যে রয়েছেন বাংলার মেয়ে তথা ভারতীয় দলের উইকেট রক্ষক ব্যাটার রিচা ঘোষ। ওডিআই জিততে গেলে ৫০ ওভারই ছন্দে থাকতে হয়, সেই তুলনায় টি ২০ অনেকটা আনপ্রেডিক্টেবল গেম। তাই বিশ্বকাপ ট্রফি জয়ের জন্য টি ২০ বিশ্বকাপকেই টার্গেট করছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধনাদের ভারত। কোচ অমল মজুমদারও আশাবাদী ভারতের প্রমিলা বাহিনী ভালো কিছু করে দেখাবে দুবাইয়ের বুকে। দলের সঙ্গেই এবারে থাকছেন মনোবিদ মুগ্ধ বাভারে।
প্রথমে কথা ছিল এবারের আইসিসি মহিলা টি ২০ বিশ্বকাপ হবে বাংলাদেশের মাটিতে। তবে সে দেশে অশান্তির জেরে সেখান থেকে প্রতিযোগিতা সরিয়ে নেওয়া হয় দুবাইতে। বিসিসিআইয়ের কাছেও সুযোগ ছিল এই প্রতিযোগিতা দেশের মাটিতে আয়োজনের, যদিও ভারতীয় বোর্ড তাতে রাজি হয়নি। ফলে এবারে দুবাইতে বসছে মহিলাদের বিশ ওভারের বিশ্বকাপের আসর। আর সেই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার প্রতিযোগিতা খেলতেই দুবাই গেল ভারতীয় দল।