নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের বারাণসীতে আজ মণিকর্ণিকা ঘাটে পালিত হচ্ছে 'মাসান হোলি'।
/anm-bengali/media/media_files/2025/03/11/Fim3UWBKpFYKp83mVIFc.PNG)
'মাসান হোলি' উদযাপন হয় রংভরি একাদশীর পরের দিন, যা মূল হোলি উৎসবের আগে পালন করা হয়। ভক্তরা 'মাসান হোলি' উদযাপন করতে মণিকর্ণিকা ঘাটে শ্মশানের চিতা থেকে ছাই ব্যবহার করে।