সস্তার রঙে কি উৎসবে ডেকে আনছে ভয়ংকর বিপদ?

উৎসবের রঙের মোহে পড়ে নিজের ও পরিবারের বিপদ ডেকে আনবেন না! জেনে নিন এই খুঁটিনাটি।

author-image
Jaita Chowdhury
New Update
preholi

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: পাইকারি ও খুচরো বাজারে এখন হরদম বিক্রি হচ্ছে সস্তার রং ও আবির (Cheap Holi Colors)। মাত্র ১০ টাকায় পাওয়া যাচ্ছে লাল, সবুজ, বেগুনি, নীলসহ নানা উজ্জ্বল রঙের গুঁড়ো (Bright Colored Powder)। দোকানদাররা প্লেটে রং মিশিয়ে দেখাচ্ছেন কতটা গাঢ়, আর ক্রেতারা সস্তার আনন্দে তা কিনে নিচ্ছেন। কিন্তু এই রং ব্যবহার করতে গিয়েই আপনি হতে পারেন ভয়ংকর বিপদের শিকার! বিশেষজ্ঞ চিকিৎসকরা জানাচ্ছেন, এসব রঙে রয়েছে বিষাক্ত রাসায়নিক (Toxic Chemicals), যা ত্বক, চোখ ও শ্বাসযন্ত্রের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। তাই উৎসবের রঙের মোহে পড়ে নিজের ও পরিবারের বিপদ ডেকে আনবেন না।  

বিশেষজ্ঞদের মতে, বাজারের সস্তা আবির ও রঙে ভয়ংকর মাত্রায় ক্ষতিকর রাসায়নিক পদার্থ (Harmful Chemicals) ব্যবহার করা হয়। লাল রঙে থাকে মারকারি (Mercury), যা ত্বকের মারাত্মক ক্ষতি (Skin Damage) করতে পারে এবং দীর্ঘমেয়াদে মানসিক সমস্যা (Mental Disorders) তৈরি করতে পারে। সবুজ রঙে (Green Color) মেশানো হয় কপার সালফেট (Copper Sulfate), যা তীব্র অ্যালার্জির (Severe Allergic Reactions) কারণ হতে পারে, বিশেষ করে যাঁদের আগে থেকেই অ্যালার্জির প্রবণতা রয়েছে। শিশু ও বয়স্কদের জন্য এইসব রাসায়নিক রং অত্যন্ত বিপজ্জনক, কারণ তাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক কম থাকে, ফলে ত্বকে র‍্যাশ, চুলকানি বা সংক্রমণ হওয়ার ঝুঁকি বেশি থাকে।  

HOLI HAMIRPUR

ডা. স্বাতী নন্দী চক্রবর্তী জানান, "বেগুনি রং তৈরি হয় ক্রোমিয়াম আয়োডাইট (Chromium Iodide) দিয়ে, যা হাঁপানি (Asthma) বা শ্বাসকষ্টের (Respiratory Issues) রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর। রুপোলি রঙে (Silver Color) মেশানো হয় অ্যালুমিনিয়াম ব্রোমাইড (Aluminium Bromide), যা দীর্ঘদিন ব্যবহারের ফলে ক্যান্সারের (Cancer) কারণ হতে পারে। নীল রঙে (Blue Color) ব্যবহৃত লেড অক্সাইড (Lead Oxide) শুধু চর্মরোগ (Skin Infections) নয়, মস্তিষ্কের উপরও (Brain Damage) গুরুতর প্রভাব ফেলে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, এই রাসায়নিকের কারণে আচমকাই শারীরিক প্রতিবন্ধকতা (Sudden Disabilities) সৃষ্টি হয়, যা আজীবন ভোগান্তির কারণ হতে পারে।"  

শুধু ত্বক বা শ্বাসযন্ত্রই নয়, সস্তার রং চুলেরও মারাত্মক ক্ষতি (Hair Damage) করতে পারে। রাসায়নিক রঙের কারণে চুল পড়া (Hair Fall), স্ক্যাল্পে সংক্রমণ (Scalp Infection) এমনকি অল্প বয়সে চুল সাদা (Premature Greying) হয়ে যেতে পারে। অনেকে না বুঝেই কম দামের কারণে এসব রঙ কিনে ফেলছেন, যা ভবিষ্যতে ভয়ংকর স্বাস্থ্য সমস্যার (Serious Health Issues) কারণ হয়ে দাঁড়াচ্ছে।  

lathmara holi

তাই বিশেষজ্ঞদের পরামর্শ, উৎসবের রঙ কেনার সময় অবশ্যই সতর্ক (Be Cautious) থাকতে হবে। সম্ভব হলে ভেষজ আবির (Herbal Colors) ব্যবহার করুন, যদিও এর দাম বেশি, তবে এটি সম্পূর্ণ নিরাপদ (Safe) ও পরিবেশবান্ধব (Eco-friendly)। পলাশ, শিমূল (Palash, Shimul Flowers) বা অন্যান্য প্রাকৃতিক উপাদান থেকে তৈরি রং শরীরের কোনও ক্ষতি করে না। তাই উৎসবের আনন্দ যেন বিষাদে পরিণত না হয়, সেই কথা মাথায় রেখে নিরাপদ রং ব্যবহার করুন, সুস্থ থাকুন, নিরাপদে উৎসব উদযাপন করুন!