নিজস্ব সংবাদদাতা: হরিয়ানায় কংগ্রেসের দশা নিয়ে বড় দাবি করলেন বিজেপি নেতা অমিত মালব্য।
অমিত মালব্য লিখেছেন, সাংবাদিক আদেশ রাওয়ালও বিশ্বাস করতে শুরু করেছেন যে হরিয়ানায় বাপু-পুত্র জোট হবে না।
কংগ্রেসের দলিত নেত্রী কুমারী সেলজা এবং জাট নেতা রণদীপ সুরজেওয়ালা, দুজনেই হরিয়ানা নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ঘরে বসে আছেন যেখানে দীপেন্দ্র হুডা প্রতিটি সভায় বলছেন, কংগ্রেস জিতলে মুখ্যমন্ত্রী হবেন ভূপেন্দ্র হুডা। কংগ্রেস হাইকমান্ড অসহায়।
দলিত সম্প্রদায় কংগ্রেস থেকে বিচ্ছিন্ন, এমনকি সুরজেওয়ালার প্রভাবের ক্ষেত্রের জাটরাও কংগ্রেসকে ভোট দেবেন না।
কিন্তু প্রশ্ন উঠছে ভূপেন্দ্র হুডা ও গান্ধী পরিবারের কী রহস্য তিনি জানেন যে এত চরমপন্থা সত্ত্বেও রাহুল গান্ধী নীরব। গান্ধী পরিবার কি রবার্ট বঢরার প্রতি হুড্ডার অনুগ্রহে চাপা পড়ে গেছে? ভুল করে কংগ্রেস এলে হুড্ডাসহ জামাই আবার হরিয়ানা বিক্রি করবে? কংগ্রেসের হাত থেকে হরিয়ানাকে বাঁচাতে হবে।