'বাসট্যান্ড চল নাহলে...', টিউশন থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ অভিজ্ঞতা!

ফের এক ভয়াবহ ঘটনা ঘটল আরামবাগে।

author-image
Aniruddha Chakraborty
New Update
school threat.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ নবম শ্রেণীর দুই নাবালিকা ছাত্রীকে অপহরণের চেষ্টা দুই যুবকের। রীতিমতো টোটো থেকে টানাটানি করা হয় বলে অভিযোগ। তাদের চিৎকার শুনে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। আরামবাগ থানার মহিলা উইনার্স টিমও পৌঁছে যায় নাবালিকাদের উদ্ধার করতে। চিৎকারের মধ্যেই অভিযুক্ত অপরিচিত দুই যুবক পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগে। শেষ পর্যন্ত বাড়ি ফিরতে পেলেও, ভয় কিছুতেই যাচ্ছে না। অভিযুক্তদের কোনও খোঁজ পাওয়া যায়নি। সাধারণ মানুষ বাঁচাতে এলে তারা চম্পট দেয়। সিসিটিভি দেখে খোঁজ চালানোর চেষ্টা করছে পুলিশ।

জানা গিয়েছে, শুক্রবার বিকেলে আরামবাগের পারুল এলাকার বাসিন্দা দুই নবম শ্রেণির ছাত্রী টিউশন পড়তে বেরিয়েছিল। তারা একটি টোটোয় চেপে গন্তব্যে পৌঁছনোর সময় দুই অপরিচিত যুবক ওই টোটোতে ওঠে বলে অভিযোগ। এরপর দুই ছাত্রীকে ভয় দেখানো হয়। এক ছাত্রী বলে, ‘আমাদের বলেছিল তোরা বাসস্ট্যান্ডে যা, না হলে মেরে ফেলব, শ্লীলতাহানি করে দেব।’

এরপর দুই ছাত্রী একটি জায়গায় টোটো থেকে নেমে যায় ও অপর একটি টোটো ধরে বাড়ি ফেরার চেষ্টা করে। সেই সময় আবারও বাসস্ট্যান্ডে দেখা মেলে দুই যুবকের। তারা পড়ুয়াদের ভয় দেখিয়ে টোটো করে নিয়ে যায় চাঁদুর নিমতলার কাছে। সেখানে গিয়ে দুই ছাত্রী চিৎকার চেঁচামেচি করে। দুই বোনের অভিযোগ, স্থানীয় লোকজন বের হতেই দুই যুবক চম্পট দেয়। এরপর এলাকাবাসী তাদের মুখ থেকে সমস্ত ঘটনা জানার পরই আরামবাগ থানায় খবর দেয়। মহিলা উইনারস টিম পৌঁছে যায়। জানা গেছে ওই ছাত্রীদের বাড়ি আরামবাগের পারুল এলাকায়।