নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, সিঙ্গুরের গোপালনগরে যে জায়গায় শুভেন্দু সভা করেছিলেন ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই গঙ্গাজল দিয়ে সেই জায়গা শুদ্ধিকরণ করা হল। সিঙ্গুর কৃষি জমি রক্ষা কমিটির ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে সিঙ্গুরের বহু কৃষক-সহ একাধিক তৃণমূল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। গোবর জল ছিটিয়ে ঝাঁটা দিয়ে ওই জায়গা পরিষ্কার করার পাশাপাশি ওড়ানো হয় কালো বেলুন।
প্রসঙ্গত, টাটার শোক মিছিলে গিয়ে মমতার সরকারের বিরুদ্ধে লাগাতার চাঁচাছোলা ভাষায় তোপ দাগেন শুভেন্দু। সিঙ্গুর থেকে টাটা বিদায়ের জন্য ফের একবার কাঠগড়ায় তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিজেপি ক্ষমতায় এলে প্রয়োজনে হাতে-পায়ে ধরে টাটাদের ফেরানোর কথাও বলেন তিনি। তবে কটাক্ষ করতে ছাড়ছেন না তৃণমূল নেতারা। শুভেন্দুকে ‘বেইমান’, ‘বিশ্বাসঘাতক’ বলে কটাক্ষও করেছেন বেচারাম মান্না।
এদিকে এদিনের কর্মসূচি সম্পর্কে সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি আনন্দ মোহন ঘোষ বলেন, “২০০৬ সালে সিঙ্গুরে জোর করে জমি অধিগ্রহণ এর বিরুদ্ধে মমতার আন্দোলন মঞ্চ থেকে টাটার বিরুদ্ধে বক্ত্যব রেখেছিলেন শুভেন্দু অধিকারী। আর আজ সিঙ্গুরে এসে টাটাদের হয়ে কথা বলছেন। এনাদের অনেক মুখ, কোনটা মুখোশ আর কোনটা মুখ তা বোঝা যায় না। এরা রাজনীতির কারবারি। রাজনৈতিক লাভের জন্য এখানে এসেছিল মানুষকে বিভ্রান্ত করতে । তাই এখানকার মানুষ গঙ্গাজল ছিটিয়ে প্রতিবাদ জানিয়েছেন।”