নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে বৈঠকে বসেছিল তৃণমূল কংগ্রেস। ভোটের রণকৌশল নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি বৈঠকে আরও একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে বলে খবর। প্রাপ্ত খবর অনুযায়ী, পদ ছেড়ে দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন দলের রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সি। এই প্রস্তাব শুনে মমতা ব্যানার্জী নিজেও খুব বিস্মিত হয়েছেন বলে মনে করা হচ্ছে। যদিও তাতে তিনি সিলমোহর বা সম্মতি প্রদান করেননি বলে জানা যাচ্ছে। রাজ্য সভাপতির পদে অভিষেক ব্যানার্জীকে দায়িত্বে দেওয়ার দাবি করেছেন সুব্রত, এমনটাই খবর। কিন্তু সুব্রত বক্সি কেন পদ ছাড়তে চাইছেন সেটা এখনও নিশ্চিত করে জানা যায়নি।
পদত্যাগ করতে চান তৃণমূলের ' বক্সিদা '!
কয়েক দিন পরেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে মিটিং ডেকেছিল তৃণমূল। সেখানে ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা।
Follow Us
নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে বৈঠকে বসেছিল তৃণমূল কংগ্রেস। ভোটের রণকৌশল নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি বৈঠকে আরও একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে বলে খবর। প্রাপ্ত খবর অনুযায়ী, পদ ছেড়ে দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন দলের রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সি। এই প্রস্তাব শুনে মমতা ব্যানার্জী নিজেও খুব বিস্মিত হয়েছেন বলে মনে করা হচ্ছে। যদিও তাতে তিনি সিলমোহর বা সম্মতি প্রদান করেননি বলে জানা যাচ্ছে। রাজ্য সভাপতির পদে অভিষেক ব্যানার্জীকে দায়িত্বে দেওয়ার দাবি করেছেন সুব্রত, এমনটাই খবর। কিন্তু সুব্রত বক্সি কেন পদ ছাড়তে চাইছেন সেটা এখনও নিশ্চিত করে জানা যায়নি।