নিজস্ব সংবাদদাতা: কিরেন রিজিজু লোকসভায় করলেন বড় দাবি। তিনি বলেন, "২০১৩ সালে দিল্লি ওয়াকফ বোর্ডও সংসদ ভবনটিকে ওয়াকফ সম্পত্তি হিসাবে ঘোষণা করেছিল। ইউপিএ সরকারও এটিকে ডিনোটিফাই করেছে। যদি নরেন্দ্র মোদীজির সরকার না থাকত, আমরা যদি সংশোধনী না আনতাম, আমরা যেখানে বসে আছি সেটিও ওয়াকফ সম্পত্তি হয়ে যেত। যদি ইউপিএ ক্ষমতায় থাকত, আমি জানি না কত সম্পত্তি ডিনোটিফাই করা হত। মন থেকে কিছু বলছি না। এ সব রেকর্ডের বিষয়"। কিরেন রিজিজুর এই বক্তব্য নিয়ে তোলপাড় শুরু করে বিরোধীরা।
বিরোধীদের প্রবল হট্টগোল প্রসঙ্গে কিরেন রিজিজু বলেন, "যুক্তি না থাকলে এভাবে তোলপাড় করা ঠিক নয়"। স্পিকার বলেন, "আপনাদের পালা এলে আপনারা আপনাদের মতামত তুলে ধরবেন"।
/anm-bengali/media/post_attachments/2025-04/m2tfj51g_rijiju-_625x300_02_April_25-874670.jpeg?downsize=1080:540)