ভয়াবহ ড্রোন হামলা-৫১টি ড্রোন ধ্বংস করল সেনা!

ইউক্রেনের ৫১টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া।

author-image
Aniruddha Chakraborty
New Update
russian army

file pic

নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট রাতভর ইউক্রেনের ৫১টি ড্রোন ধ্বংস বা প্রতিহত করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে তামবোভ অঞ্চলে ১৮টি ড্রোন প্রতিহত করা হয়েছে। এছাড়া ১৬টি ধ্বংস হয়েছে বেলগোরোদ সীমান্ত অঞ্চলে এবং বাকিগুলো রাশিয়ার দক্ষিণে ভোরোনেজ, ওরিওল ও কুরস্ক অঞ্চলে।

আঞ্চলিক গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ জানিয়েছেন, বেলগোরোদে ড্রোন হামলায় এক নারী সামান্য আহত হয়েছেন। কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে জানান তিনি।

তামবোভের গভর্নর ম্যাক্সিম ইয়েগোরভ বলেছেন, একটি ইউক্রেনীয় ড্রোন মিচুরিনস্কি জেলায় পড়েছে, এতে স্বল্পস্থায়ী আগুন লেগেছে তবে এতে কেউ হতাহত হয়নি বা বস্তুগত ক্ষয়ক্ষতি হয়নি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুধু তাদের ইউনিটগুলো কয়টি ড্রোন ধ্বংস করেছে, ইউক্রেনের কয়টি উৎক্ষেপণ করেছে তা নয়। রুশ কর্মকর্তারা খুব কমই আক্রমণের ফলে ক্ষয়ক্ষতির পুরো স্কেল প্রকাশ করেন, বিশেষত যখন তারা সামরিক বা শক্তি অবকাঠামোর সাথে জড়িত।