নিজস্ব সংবাদদাতাঃ ১০ অক্টোবর কিংবদন্তি রাফায়েল নাদাল বিদায় জানালেন টেনিসকে। ২২টি গ্র্যান্ড স্লামেই কেরিয়ার শেষ করলেন তিনি। সূত্র মারফত জানা গিয়েছে যে, গত কয়েক বছর চোটে জেরবার হয়েছেন স্প্যানিশ কিংদন্তি রাফায়েল নাদাল। অস্ত্রোপচার করিয়েছেন, কোর্টে ফিরেছেন। আবারও চোটের কবলে পড়তে হয়েছে। ইঙ্গিতটা বছরের শুরুতেই দিয়ে রেখেছিলেন। এবার সরকারিভাবেই জানিয়ে দিলেন, বিদায় টেনিস।
এবারের ফ্রেঞ্চ ওপেন এক অপ্রত্যাশিত দৃশ্য দেখেছিল। লাল-সুড়কির রাজা রাফায়েল নাদাল। কেরিয়ারের ২২টি গ্র্যান্ড স্লামের মধ্যে ১৪টি এসেছে রোলাঁ গারোয়। সেখানে হোঁচট খাওয়া বেদনাদায়ক। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম বার। ফরাসি ওপেনে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিলেন রাফায়েল নাদাল। আলোচনা তখন থেকেই শুরু। জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় টেনিস থেকে অবসরের কথা ঘোষণা করেছেন রাফায়েল নাদাল।
তবে উল্লেখ্য যে, রাফায়েল নাদালকে শেষ বার টেনিস কোর্টে দেখা গিয়েছিল গত নভেম্বর মাসে। নভেম্বরের ডেভিস কাপে খেলেছেন তিনি। ডেভিস কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেন ও নেদারল্যান্ডস। রাফায়েল নাদালের বর্ণময় কেরিয়ারের ইতি হয়েছিল এই কোয়ার্টার ফাইনাল দিয়ে।