নিজস্ব সংবাদদাতাঃ নাইজারে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। নাইজারে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ক্যাথলিন ফিটজগিবনস এই মাসের শুরুতে রাজধানী নিয়ামে পৌঁছেছেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
উল্লেখ্য, গত ২৬ জুলাই নাইজারের সামরিক কর্মকর্তারা ক্ষমতা দখল, প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত এবং তাকে গৃহবন্দী করার পর শুরু হওয়া সংকটের কূটনৈতিক সমাধানের জন্য চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।