নিজস্ব সংবাদদাতা: গার্ডেনরিচ কাণ্ডের পর একটাই অভিযোগ বারবার উঠে আসছে, বেআইনি নির্মাণ! ১৯৮০ সালে তৈরি কেএমসি অ্যাক্ট নিয়ে কী নিয়ম রয়েছে? বেআইনি নির্মাণের ক্ষেত্রে IPC-র ধারায় মামলা দেওয়া হয় না বলেই, এই কারবারে রাশ টানা যায় না। তবে এবার বড় দুর্ঘটনা, ১০ জন নিরীহ মানুষের প্রাণ হারানো, এই সবই বুদ্ধি বাড়িয়েছে পুরসভার।
বেআইনি নির্মাণের ক্ষেত্রে IPC-র ধারায় মামলা দেওয়া যায় কিনা দেখতে, শুক্রবার বৈঠক ডেকেছেন মেয়র ফিরহাদ হাকিম। যেখানে থাকবেন উচ্চপদস্থ পুলিশকর্তা এবং বিশিষ্ট আইনজীবীরা।
একই সাথে আলোচনা হবে রেগুলারাইজেশন ব্যবস্থা নিয়েও। নির্মাণের অনুমতি নিয়ে যত তলা বাড়ি তৈরির অনুমতি ছিল, তার উপরে আরও তল তৈরি করে পুরসভাকে দিয়ে রেগুলারাইজেশন করিয়ে অর্থাৎ আর্থিক জরিমানা দিয়ে নির্মাণটিকে বৈধ করে নেওয়ার পদ্ধতিতে উঠছে প্রশ্ন। শুক্রবার তা নিয়েও হবে আলোচনা বলে জানা যাচ্ছে।