নিজস্ব সংবাদদাতা : আগামীকাল ২২ মার্চ লন্ডনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। এই সফরে তিনি আটদিন থাকবেন। তবে, তার লন্ডন (London) যাওয়ার আগেই একটি বড় ঘটনা ঘটেছে। আজ লন্ডনের হিথরো বিমানবন্দরে (Heathrow Airport) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
/anm-bengali/media/media_files/2025/03/21/1000173543-769155.jpg)
এ ঘটনায়, বিমানবন্দরের বিদ্যুৎ সরবরাহে সমস্যা সৃষ্টি হয়েছে এবং যাত্রী সুরক্ষার কথা চিন্তা করে হিথরো কর্তৃপক্ষ আজ বিমানবন্দর পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ইলেকট্রিক্যাল সাবস্টেশনে আগুন লেগে এই বিপত্তি ঘটেছে। বিমানবন্দরের পরিষেবা কখন স্বাভাবিক হবে, এই সম্বন্ধে কর্তৃপক্ষ এখনো কোনো কিছু জানায়নি। এই মুহূর্তে, বিমানবন্দর খোলা না হওয়া পর্যন্ত যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরে যাওয়ার আগে দলের দায়িত্ব সম্পর্কে স্পষ্ট করে জানিয়ে গেছেন যে, তার অনুপস্থিতিতে দলের কাজ দেখভাল করবেন সুব্রত বক্সী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া, তাদের সঙ্গে আরও অনেকে দলের কার্যক্রম পরিচালনা করবেন।