নিজস্ব সংবাদদাতা: রাশিফল গণনা করে জানা যাচ্ছে, সিংহ রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি খুব একটা খারাপ যাবে না আবার খুব একটা ভালোও যাবে না। একটি সাধারণ গতানুগতিক দিন কাটবে আজ এই রাশির। কর্মক্ষেত্রে আজ হেনস্থার শিকার হতে পারেন এই রাশির জাতক ও জাতিকারা। তবে আজ ক্রীড়াক্ষেত্রে উন্নতি করবে এই রাশির জাতক ও জাতিকারা।
/anm-bengali/media/media_files/elUHPuGuTcBBXUrAnCd5.jpg)
আজকের দিনটিতে এই রাশির জাতক ও জাতিকাদের অর্থ খরচের বিষয়ে সাবধান হতে হবে। তবে লটারি থেকে ফটকা আয় হতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন, বিশেষ করে যারা বাইক চালাচ্ছেন তাদের আজ সাবধানে রাস্তাঘাটে গাড়ি চালানো উচিত। সাংসারিক অশান্তি থেকে দূরে থাকার চেষ্টা করুন। অযথা কারো সঙ্গে তর্কে জড়াবেন না। ঈশ্বরের ওপর ভরসা রাখুন তিনি সর্বদাই আপনার পাশে থাকবেন।