নিজস্ব সংবাদদাতা: মিথুন ও কর্কট রাশির আজকের ভাগ্যের বিষয়ে কি জানা যাচ্ছে রাশিফল থেকে? জানুন-
মিথুন রাশি- আজ ভাগ্য উজ্জ্বল হতে চলেছে মিথুন রাশির। অনেকদিন ধরে আটকে থাকা কোনো বড় কাজের আজ সমাধান হতে পারে। মনের মানুষের সঙ্গে দীর্ঘদিন বাদে আজ দেখা হতে পারে। দামি কোন উপহার আজ আপনার জন্য অপেক্ষা করছে। বাড়ি, গাড়ি কেনার জন্য আজকের দিনটি যথেষ্ট শুভ। পরমেশ্বরের ওপর ভরসা রাখুন তিনি সর্বদাই আপনার পাশে রয়েছেন।
/anm-bengali/media/media_files/IMjkLy83Lhim0UkX3Mxw.jpg)
কর্কট রাশি- আজ আপনাকে একটু সাবধানে চলতে হবে রাস্তাঘাটে। অনেক কাছের কোন মানুষ আজ আপনাকে ধোকা দিতে পারে। আজ আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি কোনো ঝামেলায় জড়িয়ে পড়বেন না। ঈশ্বরকে স্মরণ করুন, তিনি পরম কৃপাময়, তিনি সর্বদাই আপনার পাশে থাকবেন।