নিজস্ব সংবাদদাতা: ঠান্ডার অনুভূতি এতোদিন ছিল না। এমনকি ফেব্রুয়ারিতে ঘরে ঘরে চলতে শুরু করেছে পাখা। তবে জোড়া ঘূর্ণাবর্তের জেরে খানিকটা স্বস্তি এল হাওড়ায়। তাপমাত্রার গতিতেও পড়ল পূর্ণচ্ছেদ। হঠাৎ ভোরে অন্ধকার করে এল চারিদিক। তারপরই নামল মুষলধারে বারিধারা। আজ সারাদিনই থাকবে মেঘের দাপট।
আজ হাওড়ার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭২ শতাংশ। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও খানিকটা বাড়বে বলেই জানা যাচ্ছে।