বরানগর উপনির্বাচন: ভোটের প্রাপ্তি, মারও খেলেন তন্ময় ভট্টাচার্য

বর্ষীয়ান বাম নেতাকে ধাক্কা মেরে ঠেলে দেওয়া হয়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: এতোদিনকার রাজনৈতিক জীবনে এও ছিল কপালে! শেষ বয়সে গলা ধাক্কা খেলেন বরানগর উপনির্বাচনের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। বর্ষীয়ান বাম নেতাকে এদিন প্রথমে গো-ব্যাক স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। তারপর তাঁকে ধাক্কা মেরে ঠেলে দেওয়া হয়। হাত ধরে টানাটানিও করা হয়। তাঁর সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূলের যুব কাউন্সিলার শান্তনু মজুমদার। এমনও ঘটনার সাক্ষী থাকল এবারের নির্বাচন।

এদিন তৃণমূলের অভিযোগ, সকাল থেকে তন্ময় ভট্টাচার্য ভোটারদের প্রভাবিত করছেন। তাই দেখেই নাকি প্রতিবাদ করেন তৃনমূলের কর্মীরা। আর তাতেই পালটা কাউন্সিলারের কলার ধরেন তন্ময় ভট্টাচার্য। আর এরপরই উপ্তপ্ত হয় পরিস্থিতি।

অবশ্য তন্ময় ভট্টাচার্য বলছেন, তিনি আসতেই গো-ব্যাক স্লোগান শুরু হয়। আর তার প্রতিবাদ করতেই এই ঘটনা ঘটে।  

1620495360_tanmay.jpg

Add 1