শ্লীলতাহানির অভিযোগ, কড়া শাস্তি পেলেন ভোটের ডিউটিতে থাকা জওয়ান

কেন্দ্রীয় বাহিনী জোর পূর্বক তাঁর সাথে অশালীন আচরণ করেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: উলুবেড়িয়ায় ফের কাঠগড়ায় উঠল বিএসএফ জওয়ান। একজন মহিলার সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। হাওড়ার জানবার গ্রামের ঘটনা।

সেই মহিলা অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনী জোর পূর্বক তাঁর সাথে অশালীন আচরণ করেন। নির্বাচন কমিশনে অভিযোগ জানাতেই তড়িঘড়ি ব্যবস্থা নেই কমিশন। সমন জরি করা হয় অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনী জওয়ানের বিরুদ্ধে। ওই বিএসএফ জওয়ানের নাম যোগীন্দর পাল। G/96 ব্যাটালিয়নের জওয়ান সে।

৩৪১, ৩৫৪ এবং ৫০৯ ধারায় মামলা রুজু করা হয় ওই বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। এমনকি ওই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করাও হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে ওই অভিযুক্ত বিএসএফ জওয়ান কে। সম্পূর্ণ ভোট প্রক্রিয়া থেকেই সরানো হল তাঁকে।

WhatsApp Image 2024-05-20 at 08.06.58.jpeg

vote 11.jpg

Add 1