বুকে রতন টাকা, সেই সিঙ্গুরে মমতা বিরোধী মৌন মিছিলে শুভেন্দু

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
New Update
suvenduio.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, রতন টাটার প্রয়াণের পর সেই সিঙ্গুরেই টাটার ছবি সঙ্গী করে মিছিল করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী শুক্রবার বিকেল চারটে নাগাদ এই মিছিলটি হবে বলে জানা গিয়েছে। মিছিলের নেতৃত্বে দেবেন শুভেন্দু নিজেই। বিজেপির ব্যানারে মিছিল হবে বলে খবর। তবে সেটি হবে মৌন মিছিল। রতন টাটা কীভাবে সিঙ্গুরে কারখানা তৈরির উদ্যোগ নিয়েছিলেন আর কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তা হতে দেননি বলে অভিযোগ তুলে পথে নামবে বিজেপি।

কনব

প্রসঙ্গত, বাংলার রাজনৈতিক পালাবদলে অনুঘটকের মতো কাজ করেছিল সিঙ্গুর আন্দোলন ও নন্দীগ্রাম আন্দোলন। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুরে টাটা ন্যানোর কারখানা গড়তে চেয়েছিলেন শিল্পপতি রতন টাটার হাত ধরে। তবে তৎকালীন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলনে নামেন কৃষকরা। লাগাতার আন্দোলনের জেরে টাটা গোষ্ঠী বিদায় নেয় রাজ্য থেকে। সেই সময় মুখ্য়মন্ত্রী রাজনৈতিক সঙ্গী ছিলেন শুভেন্দু নিজেও। যদিও, বিরোধী দলনেতার দাবি যে তিনি শিল্পের বিরোধী ছিলেন না। সিপিএম-এর জমি নীতির বিরোধী ছিলেন। এবার টাটার প্রয়াণে সেই সিঙ্গুরেই পথে নামবে বিজেপি।