শুভেন্দু অধিকারী কখনও বলেননি পরিষেবা বন্ধ করে দেবো, তৃণমূল বলেছে

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, রাজ্যসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিতর্কিত মন্তব্যের বিষয়ে বক্তব্য রাখলেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। 

author-image
Shroddha Bhattacharyya
New Update
MHRY,F ,ÑYTKI

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, রাজ্যসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিতর্কিত মন্তব্যের বিষয়ে, বিজেপি নেত্রী কেয়া ঘোষ বলেছেন, "শুভেন্দু অধিকারী দলীয় কার্য কমিটির বৈঠকে তার ব্যক্তিগত অভিমত প্রকাশ করেছেন। তিনি ব্যাখ্যাও দিয়েছেন। শুভেন্দু অধিকারী এমন একজন মানুষ যিনি জাতি, ধর্ম নির্বিশেষে তার যে নির্বাচনী ক্ষেত্র সেখানে তিনি সকলের জন্য কাজ করেন।

publive-image

 সবাইকে তিনি সাধ্যমত সাহায্য করে থাকেন। কিন্তু যখন সেই মানুষটাই দেখেন, তিনি যাদেরকে সাহায্য করেছিলেন তারাই তৃণমূলের পতাকা কাঁধে তুলে নিয়ে গিয়ে হিন্দু অঞ্চলে গিয়ে, হিন্দু মানুষদের ভোট দিতে বাধা দিচ্ছে, তখন তার কত যন্ত্রণা হয় বলুন তো। সেই জায়গা থেকে তিনি তার মত প্রকাশ করেছেন। কিন্তু দল হিসেবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক যেমনটা বলেছেন, আমরা সবার জন্য সবসময় কাজ করবো। শুভেন্দু অধিকারী কখনও বলেননি পরিষেবা বন্ধ করে দেবো। তৃণমূল কিন্তু বলেছে যে, যারা তৃণমূলকে ভোট দেয়নি তাদের লক্ষীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে।

suvendu sad

কখনও বলা হয়েছে যে তৃণমূলের মিটিং-মিছিলে না গেলে তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ করে দেওয়া হবে। বাড়ি পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার, কিন্তু তৃণমূলকে তাবেদারি করতেই হবে। ভারত সরকার ভেদাভেদ না রেখে, প্রকৃত গণতন্ত্র বজায় রেখে এখন কাজ করছে এবং ভবিষ্যতেও করে যাবে।"

Adddd