নিজস্ব সংবাদদাতা: জোরকদমে পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে বারুইপুরের বন্দ্যোপাধ্যায় পরিবার । ২৭৫ তম বর্ষে বারুইপুর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পুজো। ১১৫৭ সালে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থেকে জমিদার সহস্ররাম বন্দোপাধ্যায় মন্দির প্রতিষ্ঠা করেন। সেই পুরনো রীতি ও ঐতিহ্য মেনেই দুর্গাপুজো হয়ে আসছে।
প্রতিবারের এবারও তাদের পুজোয় এক মাস আগে থেকে ঠাকুরের মাটি দেওয়া থেকে শুরু করে ভবন সংস্কার করা শুরু হয়ে গিয়েছে।
পরিবারের সদস্যরা জানাচ্ছেন, পুজোর কয়েকটা দিন ফলকাটা থেকে শুরু করে সব কাজ বাড়ির ছেলেরাই। সপ্তমীর দিন মন্দিরের চাতালে পাঁঠা বলি। অষ্টমীর দিন ও সন্ধিপুজার সময় পাঁঠাবলির হয় পুরনো রীতি মেনে। এমনকি, নবমীর দিনও পাঁঠা ও শস্য বলি হয়ে থাকে। দশমীর দিন মাকে পান্তা ভাত, কচু শাক দেওয়া হয় । দশমীর দিন অরন্ধন হিসেবে পালিত হয়।