নিজস্ব সংবাদদাতা: ২০২৪ সালের ইউরো কাপের গ্রুপ বিন্যাস হয়ে গিয়েছে ইতিমধ্যেই। জার্মানিতে তারকাখচিত এক অনুষ্ঠানে গ্রুপ বিন্যাস হয়েছে গতবছরই। ২৪টি দলকে ভাগ করা হয়েছে মোট ৬টি গ্রুপে। অর্থাৎ প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল। গ্রুপ পর্বে তারা প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে খেলবে। সেই গ্রুপে কে কার বিরুদ্ধে লড়বেন, জানেন কি?
এবারের ইউরো কাপের আয়োজক দেশ জার্মানি। তাই উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে জার্মানি ও স্কটল্যান্ড। এবার দেখে নেওয়া যাক সেই ৬টি গ্রুপের তালিকা –
গ্রুপ এ – জার্মানি, হাঙ্গেরি, স্কটল্যান্ড, সুইজারল্যান্ড
গ্রুপ বি – স্পেন, আলবানিয়া, ক্রোয়েশিয়া, ইটালি
গ্রুপ সি – ইংল্যান্ড, ডেনমার্ক, স্লোভেনিয়া, সার্বিয়া
গ্রুপ ডি – ফ্রান্স, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, প্লে অফ জয়ী ‘এ’
গ্রুপ ই – বেলজিয়াম, রোমানিয়া, স্লোভাকিয়া, প্লে অফ জয়ী ‘বি’
গ্রুপ এফ – পর্তুগাল, তুরস্ক, চেক প্রজাতন্ত্র, প্লে অফ জয়ী ‘সি’
প্রতিযোগীতার ২৪টি দলের মধ্যে ২১টি দল ইতিমধ্যে নিশ্চিত হয়ে গিয়েছে। বাকি তিনটি দল প্লে-অফ খেলে উঠবে। এবছর ১৪ জুন থেকে শুরু হচ্ছে ইউরো কাপ, চলবে আগামী ১৪ জুলাই পর্যন্ত। ১৪ জুলাই বার্লিনে অনুষ্ঠিত হবে ফাইনাল।