নিজস্ব সংবাদদাতাঃ রিয়াল বেতিসের প্লেমেকার ইসকো তার দলের শেষ লা লিগার ম্যাচ এবং ইউরো ২০২৪ স্পেনের সম্ভাব্য দলবদল মিস করতে যাচ্ছেন। বৃহস্পতিবার লা লিগায় লাস পালমাসের মাঠে বেতিসের সঙ্গে ২-২ গোলে ড্র করা ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার।
এক বিবৃতিতে বেতিস বলেন, 'ইসকোর নেওয়া পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে মালাগার বংশোদ্ভূত এই খেলোয়াড়ের বাম পায়ের ফাইবুলায় শ্যাফট ফ্র্যাকচার হয়েছে।'
স্প্যানিশ লিগ মৌসুমের শেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে আতিথ্য দেবে ষষ্ঠ স্থানে থাকা রিয়াল বেতিস।
সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ইসকোও ২০১৯ সালে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেললেও ইউরো ২০২৪ এর জন্য স্পেন দলে থাকার কথা শোনা গিয়েছিল।
স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, 'আমরা সবাই তাকে চিনি এবং তার প্রতিভা সম্পর্কে আমরা জানি।'
প্রসঙ্গত, আগামী ১৪ জুন জার্মানিতে শুরু হবে ইউরো ২০২৪, ২৭ মে স্পেনের দল ঘোষণা করবেন দে লা ফুয়েন্তে।