নিজস্ব সংবাদদাতা: পরের মাসে ইউরো কাপ শুরু হচ্ছে। ইতিমধ্যেই বড় বড় দল নিজেদের স্কোয়াড ঘোষণা করছে। জার্মানির দলও ঘোষণা করা হয়ে গিয়েছে। বাদ দেওয়া হল ডিফেন্ডার ম্যাটস হামেলসকে।
/anm-bengali/media/post_attachments/f2983a97a37e68d551942bea6ff9879a659304acef713c666f9fece412364068.jpg)
দলে আছেন রিয়াল মাদ্রিদের টনি ক্রুস। মিডফিল্ডার ক্রুস ২০২১ সালের জুলাইয়ে আন্তর্জাতিক মাঠ থেকে অবসরের ঘোষণা করেন কিন্তু পরে সিদ্ধান্তটি প্রত্যাহার করেন।
/anm-bengali/media/post_attachments/b297a575b14685f71bb1dc5280d9f60055ab8b6e105e659ef6e6ad1bd4eb8f57.jpg)