নিজস্ব সংবাদদাতা: অভিনেতা সইফ আলি খানের বাড়িতে দুষ্কৃতি হামলা। মাঝরাতে হামলা চালালো দুষ্কৃতি। আর সেই হামলার জেরে ছুরির আঘাতে আক্রান্ত সইফ।
যা জানা যাচ্ছে, গতকাল মাঝ রাত আড়াইটা নাগাদ হামলাটি ঘটে। সেই সময় সইফ কি করছিলেন? কেনই বা তাঁর ওপর হামলা হল? সেই বিষয়ে এখনও তথ্য মেলেনি। তবে এই মুহুর্তে মুম্বই-এর নামকরা হাসপাতাল লীলাবতি হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা। সঙ্গে রয়েছে তাঁর গোটা পরিবার।
চিকিৎসকরা প্রাথমিক ভাবে জানিয়েছেন, সইফ-এর আঘাত গুরুতর নয়। তবে তাঁর গলায় ১০ সেন্টিমিটার ক্ষত রয়েছে। তিনি আপাতত সুস্থই রয়েছেন। তবে সিনিয়র চিকিৎসকেরা তাঁকে না দেখা পর্যন্ত কোনও কিছু নিশ্চিত করে বলা হচ্ছে না। এখনও এই বিষয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি পরিবারের পক্ষ থেকে। তবে বান্দ্রা থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। কি কারণে এই ঘটনা ঘটল তাও খতিয়ে দেখা হচ্ছে।