হারিয়ে যেতে বসা জিনিস দিয়ে সেজে উঠেছে মণ্ডপ, জানেন কোথায়?

মফস্বল এলাকার পুজোর মণ্ডপে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে হাজির হয়েছে হারিয়ে যেতে বসা বিভিন্ন জিনিসের শোভা। এই বছর সাবেকি প্রতিমার পাশাপাশি পোড়ামাটির সামগ্রীর মাধ্যমে তৈরি হয়েছে এক অভিনব পরিবেশবান্ধব প্যান্ডেল।

author-image
Debapriya Sarkar
New Update
Durga

নিজস্ব প্রতিবেদন : দুর্গাপুজোর আসরে এবার শুধু বড় বাজেটের পুজোগুলোই নয়, মফস্বল এলাকার পুজোগুলিও থিমের প্রতিযোগিতায় সগর্বে অংশ নিচ্ছে। বুদবুদের আমরা ক'জন স্পোর্টিং ক্লাব প্রতি বছর বিশেষ থিম নিয়ে পুজোর আয়োজন করে, এবছর তাদের থিম "মা (দেবী) আমাদের মাটির মানুষ"। এই থিমের মাধ্যমে তারা সমাজের নানা গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরতে চায়।

Durga puja

মণ্ডপের সাজসজ্জায় ব্যবহার করা হয়েছে পোড়ামাটির বিভিন্ন সামগ্রী, যেমন মাটির হাড়ি, মাটির তৈরি ঘোড়া ও হাতি, এবং প্রদীপ। মণ্ডপের আলোকসজ্জায় লণ্ঠন ও হ্যারিকেনের মডেল ব্যবহার করা হয়েছে। এর ফলে হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী শিল্প ও সামগ্রীর প্রতি এক অভিনব শ্রদ্ধা প্রদর্শিত হয়েছে।

durgaclick

এই মণ্ডপের উদ্যোক্তারা জানান, এটি শুধুমাত্র সামাজিক বার্তা নয়, বরং পরিবেশ রক্ষারও বার্তা দিচ্ছে। তারা সকলকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে, হারিয়ে যাওয়া মাটির জিনিসগুলো সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। এই ভাবনায় মণ্ডপটি তৈরি করা হয়েছে, যাতে মাটির তৈরি শিল্পের গুরুত্ব ও পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা বোঝানো যায়।

Durga

আবহাওয়ার পূর্বাভাস নিয়ে অনেক উদ্যোক্তা উদ্বিগ্ন থাকলেও, উৎসবপ্রিয় বাঙালিরা বৃষ্টিকে উপেক্ষা করে পুজোর আনন্দে মেতে উঠেছেন। জেলার প্রতিটি প্রান্তে উৎসবের রঙে মুড়ে গেছে। দর্শনার্থীরা মণ্ডপগুলোতে ভিড় করছেন, যাতে তারা পূজা ও আনন্দের অংশীদার হতে পারেন। মফস্বল এলাকার পুজোগুলো এবার বড় পুজোগুলোর সঙ্গে প্রতিযোগিতায় অগ্রসর হয়েছে, যা এই অঞ্চলের পুজো উদ্যোক্তাদের জন্য একটি নতুন উৎসাহের উৎস।