আর জি কর-কাণ্ডের জেরে বারাসতের চট্টোপাধ্যায় পরিবারের আড়ম্বরহীন পুজো

আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে বারাসতের চট্টোপাধ্যায় পরিবার শতবর্ষী পুজোয় প্রতিবাদস্বরূপ এবছর আড়ম্বরহীনভাবে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

author-image
Debapriya Sarkar
New Update
Durga puja

নিজস্ব প্রতিবেদন : বারাসতের চট্টোপাধ্যায় পরিবারের শতবর্ষী পুজোয় প্রতিবাদস্বরূপ এই বছর আড়ম্বরহীনভাবে উৎসব পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর জি কর-কাণ্ডের জেরে, যেখানে একজন মহিলা চিকিৎসককে নির্মমভাবে হত্যা করা হয়, এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। পরিবারের সদস্য সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন, "আরজি করে মহিলা চিকিৎসকের উপর যে বর্বরোচিত ঘটনা ঘটেছে তাতে আমাদের পরিবারের সদস্যদের মন ভারাক্রান্ত।পরিবারের সকলে মিলেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবছর বাড়ির পুজোয় কোনও জৌলুস থাকবে না। উৎসব নয়, শুধুমাত্র আমরা মায়ের পুজো করব। পুজোর ক'টা দিন মায়ের কাছে আমরা প্রার্থনা করব, নির্যাতিতার পরিবার যেন সুবিচার পায়। এটাই একমাত্র অঙ্গীকার আমাদের।"

durgaclick

চট্টোপাধ্যায় পরিবারের পুজোয় প্রতিবছর দূরদূরান্তের আত্মীয়-বন্ধুরা অংশগ্রহণ করেন। অষ্টমীর দিনে ভোগ বিতরণ ও মহালয়ার দিনে বস্ত্র বিতরণ করা হয়। কিন্তু এবছর সব আয়োজন বাতিল করা হয়েছে। 

Durga

এদিকে, আরজি কর কাণ্ডের বিচার চেয়ে ধর্মতলায় জুনিয়র চিকিৎসকেরা আমরণ অনশন করছেন। তারা ১০ দফা দাবি নিয়ে অনশন শুরু করেছেন, যাতে সরকার দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে। এই ঘটনা চিকিৎসকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এবং তারা ন্যায়বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছেন। চট্টোপাধ্যায় পরিবারের এই উদ্যোগ এবং চিকিৎসকদের আন্দোলন দুটি ক্ষেত্রেই ন্যায়বিচারের প্রয়োজনীয়তার উপর জোর দেয়।