নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুরের ষোল আনা বড় মার পুজোর প্রস্তুতি ঘিরে এখন স্থানীয় বাসিন্দারা তুঙ্গে। একসময় শুধু তালপাতার ছাউনি ঘিরে শুরু হয় কালীপুজো। এখন সেখানেই তৈরি হয়েছে আস্ত একটা মন্দির। সেখানেই রয়েছেন দেবী। দুর্গাপুরের অন্ডালের ধান্ডাডিহিতেই রয়েছে ষোল আনা বড় মা। দুর্গাপুরের অন্ডালের ধান্ডাডিহিতে রয়েছেন ষোল আনা বড় মা। জনশ্রুতি রয়েছে, ব্রিটিশ আমলে বর্গি হামলা থেকে বাঁচতে শুরু হয়েছিল মায়ের আরাধনা। তারপর থেকে জাঁকজমক করে পুজো হয় মা কালীর। এখানেও রয়েছে আজব নিয়ম। ২১ কেজি চাল ও ২১ রকম সবজি দিয়ে এখানে তৈরি করা হয় মায়ের ভোগ। কথিত রয়েছে, মা পুজো পছন্দ না হলে মন্দির ছেড়ে বেরিয়ে যান। সেই কারণে মায়ের পায়ে শিকল পরিয়ে রাখা হয়।