কালকের জন্য ক্যানসেল করা হচ্ছে ৫২টি মেট্রো! প্রথম ও শেষ মেট্রো পাবেন কখন?

সময়সূচি দেখে নিন।

author-image
Anusmita Bhattacharya
New Update
kolkata-metro-line-2_0_1200

নিজস্ব সংবাদদাতা: কাল অর্থাৎ শুক্রবার কলকাতা মেট্রোর নীল লাইন, অর্থাৎ দমদম থেকে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর পর্যন্ত দৈনিক পরিষেবা কমিয়ে দেওয়া হচ্ছে। ২৩৬টি মেট্রো পাবেন। বর্তমান ২৮৮টি পরিষেবা থেকে ৫২টি পরিষেবা কমিয়ে ১১৮টি আপ এবং ১১৮টি ডাউন ট্রেন চলবে। তবে যাত্রীরা সকালে প্রথম পরিষেবা এবং রাতে শেষ পরিষেবার সময়সূচিতে কোনও পরিবর্তন পাবেন না।

প্রথম ও শেষ মেট্রো:
প্রথম মেট্রো:

দমদম থেকে কবি সুভাষ: সকাল ৬:৫০
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬:৫০
দমদম থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬:৫৫
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: সকাল ৭:০০

রাতের শেষ মেট্রোর সময়: 

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: রাত ৯:২৮
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: রাত ৯:৩০
দমদম থেকে কবি সুভাষ: রাত ৯:৪০
কবি সুভাষ থেকে দমদম: রাত ৯:৪০
এছাড়া, বিশেষ রাতের পরিষেবা রাত্রি ১০

রাত্রি ১০:৪০-এ কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে বিশেষ পরিষেবা 

ব্লু লাইনে সাময়িক পরিবর্তন এলেও গ্রিন লাইন-১, গ্রিন লাইন-২, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে স্বাভাবিক মেট্রো পরিষেবা পাবেন।