নিজস্ব সংবাদদাতা: দারুণ শুরু ভারতের। প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে শুরু হল ভারতের ইনিংস। হাতে রয়েছে ১০ উইকেট। মাঠে নেমেই ঝোড়ো ব্যাটিং শুরু রোহিত শর্মার। আর তাঁকে সঙ্গ দিচ্ছেন শুভমন গিল। আর সেই সঙ্গ নিয়েই ৫০ রান করলেন রোহিত।
৮ ওভারের মাথাতে হাফ সেঞ্চুরি সম্পন্ন করলেন রোহিত শর্মা।
/anm-bengali/media/media_files/2025/03/09/Bt6YyPiXo1cysYys8h36.jpg)