নিজস্ব সংবাদদাতা: পুজোর আর হাতে গোনা কয়েকদিন। এর মধ্যেই বিদেশে পাড়ি দিয়েছে মা দুর্গার প্রতিমা। যেহেতু বিদেশে প্রতিমা পৌঁছাতে সময় লাগে, তাই সেখানকার মায়ের প্রতিমা গুলিই শিল্পীরা আগে পাঠিয়ে দেন। সেরকমই এবার লন্ডনের সবথেকে পুরনো দুর্গাপুজোর প্রতিমাও গেছে কুমোরটুলি থেকে। সেই প্রতিমা তৈরি করেছেন শিল্পী কৌশিক ঘোষ।
লন্ডনের এই ঐতিহ্যবাহী পুজোয় এবার অন্য ধরনের প্রতিমাকে পুজো করা হবে। মায়ের মুখ হবে বাড়ির গৃহিণীর মতো। সঙ্গে লক্ষ্মী ঠাকুরের ক্ষেত্রে থাকছে বিশেষ আকর্ষণ। সবমিলিয়ে একচালার সাড়ে আট ফুটের ঠাকুরে থাকছে নতুনত্বের ছোঁয়া।
লন্ডনের এই পুজো প্রায় ৬০ বছরের বেশি পুরনো পুজো। ইস্পাত শিল্পের টাইকুন লক্ষ্মী মিত্তাল এই পুজোর পৃষ্ঠপোষক। আর গোটা পুজোর সমস্ত কর্মকাণ্ড নিজে দায়িত্ব নিয়ে করে থাকেন চিকিৎসক আনন্দ গুপ্ত।
লন্ডনের পুজোর জন্য, যে মূর্তি তৈরি হয়েছে সেটি ৮.৫ ফুটের একচালার প্রতিমা অর্থাৎ এই এক চালচিত্রের মধ্যেই দেবী দুর্গা ও তাঁর কন্যা-পুত্র সকলেরই মূর্তি রয়েছে। গোটাটাই তৈরি হয়েছে ফাইবারে। অগস্টের মাঝামাঝি বিমান পথে এই মূর্তি পাড়ি দিয়েছে লন্ডনে। লন্ডনের এই পুজো হবে ক্যামডেনে। আর যার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেখানকার ভারতীয়রা।