বাংলাদেশজুড়ে ধুমধাম করে চলছে সপ্তমীপুজোর আনুষ্ঠানিকতা!

সপ্তমীর আয়োজন জারি রয়েছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2024-10-10 at 5.04.36 PM

ঢাকা প্রতিনিধি: বাংলাদেশে বৃহস্পতিবার শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী পুজো সকাল ৬টায় অনুষ্ঠিত হয়। ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পুজোমণ্ডপসহ সারা বাংলাদেশে সব পুজোমণ্ডপে সকাল থেকে সপ্তমীপুজোর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশে জমজমাট আয়োজনে চলছে দুর্গাপুজো। আলোক ছটায় সেজে উঠেছে মণ্ডপ প্রাঙ্গণ।চণ্ডী ও মন্ত্রপাঠের মধ্য দিয়ে পূজা, দেবীদর্শন, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান, নবপত্রিকা প্রবেশ ও প্রসাদ গ্রহণের মতো আনুষ্ঠানিকতা চলছে দিনভর। পুজো শেষে পুণ্যার্থীরা উপবাস পালন করে অঞ্জলি দেবেন। সন্ধ্যায় দেবীকে আরতি দেওয়া হবে। 

বাংলাদেশে দুর্গাপুজো উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর ফলে পুজোর ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আজ বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত টানা চার দিন ছুটি থাকছে।

ষষ্ঠীতে দেবীর প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশে উৎসব শুরু হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে এখন পুজোর ধুম। মহাসপ্তমী পুজোয় বৃহস্পতিবার সকালে উত্তরা মাঠ, রামকৃষ্ণ মঠ, রমনা কালীমন্দির, বনানী মাঠ, জগন্নাথ হল মণ্ডপ, বরদেশ্বরী মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির, জয়কালী মন্দির, রামসীতা মন্দিরে ও ঢাকেশ্বরী মন্দিরে মানুষের ঢল নামে। শিশু-কিশোরসহ সব বয়সি মানুষ আনন্দে মেতে ওঠেছে। নতুন পোশাক পরে নারী-শিশুসহ বিভিন্ন বয়সি মানুষ শামিল হয়েছে উদযাপনে। সনাতন ধর্মাবলম্বীদের পদচারণে সকাল থেকেই এসব মন্দির, মণ্ডপে রয়েছে মুখরিত। এবার দেবী দুর্গার আগমন হয়েছে দোলায় বা পালকিতে। বিসর্জনের পর দেবী ফিরে যাবেন ঘোটক বা ঘোড়ায়। এবার সারা বাংলাদেশে ৩১ হাজার ৪৬১টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপুজো হচ্ছে। এর মধ্যে ঢাকা মহানগরে ২৫২টি মণ্ডপ-মন্দিরে দুর্গাপুজো হচ্ছে।শাস্ত্র মতে, দেবীর গমন বা আগমন ঘোটকে হলে ফল হয় ছত্রভঙ্গ।