নিজস্ব প্রতিবেদন : কলকাতা থেকে মা চললেন বিদেশে। পিছিয়ে নেই জেলার শিল্পীরাও। মা সরস্বতীর পর এবার দেবী দুর্গা পাড়ি দিল সুদূর আমেরিকায়।
হাওড়ার শিল্পী জয়ন্ত হাজরার নিজের হাতে তৈরি খুদ্র দুর্গা প্রতিমা পাড়ি দিল সুদূর আমেরিকার উদ্দেশ্যে। হাতে মাত্র আর গোনা কয়েকটা দিন। তারপর এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায় মেতে উঠবে মানুষ। তবে শুধু বাংলার মানুষ নয় বাংলা ছাড়িয়ে এখন দেশ-বিদেশেও দুর্গা শুরু হয়েছে মা দুর্গার আরাধনা। দেশের প্রায় প্রতিটি কোনায় ছড়িয়ে রয়েছে বাঙালি। সেই মতো গত বছর নেদারল্যান্ডে পাড়ি দিয়েছিল দেবী দুর্গার প্রতিমা। এবছর আমেরিকায় পাড়ি দিল হাওড়ার শিল্পীর হাতে তৈরি ২০ ইঞ্চির দুর্গা প্রতিমা।
জয়ন্ত হাজরার হাতে তৈরি দুর্গাপুর বিদেশে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে জয়ন্ত হাজরা বলেন, বিদেশের এক দিদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার সাথে যোগাযোগ করেন। তিনি ঠাকুর অর্ডার দেন। মার্চ মাস নাগাদ অর্ডার দিয়েছিলেন তিনি। তিনটি ঠাকুর অর্ডার করেছিলেন ওই দিদি, যথা মা দুর্গা, জগদ্ধাত্রী এবং মা কালী"। জয়ন্ত হাজরা বলেন বিদেশে দুর্গার পাড়ি দেওয়ার জন্য মোট বাজেট ছিল ৫০০০ টাকা। তবে এটাই প্রথমবার নয়, এর আগে নেদারল্যান্ড বাঙ্গালোর সহ জয়ন্ত হাজরা নিজের হাতে তৈরি ঠাকুর পাড়ি দিয়েছে আরো বিভিন্ন জায়গায়।