নিজস্ব সংবাদদাতাঃ ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হলেন আর জি কর হাসপাতাল থেকে পদত্যাগ প্রাপ্ত অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
/anm-bengali/media/post_attachments/a7674037920b0bb48dd4e434304feed5c4ba9420f8a6ae93d0955e088e9a3b4b.jpg)
এই ঘটনায় শুরু হয়েছে বিতর্ক। এ ক্ষেত্রে উল্লেখ্য যে, আর জি করের ডাক্তারদের দাবী ছিল যে, পদত্যাগ প্রাপ্ত অধ্যক্ষকে যেন আগামী দিনে কোনও প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্বে না বহাল করা হয়। কিন্তু, তার অন্যথাই হয়েছে তাকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হয়েছে।
/anm-bengali/media/post_attachments/315e424805eb39e6f084eb65c9a993bdfc9c000d126025a8fb11c1edb82d7541.jpg?w=414)
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন যে, সন্দীপ রায়ের পদত্যাগ পত্র তিনি গ্রহণ করা হয়নি। তাকে অন্য কোথাও বদলি করা হবে।
/anm-bengali/media/post_attachments/a9d4248a-dec.png)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)