বাগুইআটিতে বার ডান্সারের রহস্যমৃত্যু!

অভিজাত আবাসনের তিনতলার ফ্ল্যাট থেকে দেহ উদ্ধার বার ড্যান্সারের মৃতদেহ। খুন না আত্মহত্যা ? তদন্তে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই মৃতার বন্ধুকে জিজ্ঞেসাবাদ করেছে পুলিশ।

author-image
Jaita Chowdhury
New Update
dead

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: বাগুইআটিতে (Baguiati) বার ডান্সারের রহস্যমৃত্যু। মৃতদেহের গলায় মিলেছে গুরুতর  আঘাত ! অভিজাত আবাসনের তিনতলার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে দেহ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ফ্ল্যাটে বন্ধুর জন্মদিনের পার্টি চলছিল। সেখানে ছিলেন শুধু ওই বার ডান্সার ও তাঁর বন্ধু । সকালে খাটের উপর থেকে উদ্ধার হয় দেহ। গলায় আঘাতের চিহ্ন। খুন না আত্মহত্যা ? মৃতার বন্ধুকে আটক করে পুলিশের জিজ্ঞাসাবাদ। ঘটনার তদন্ত করছে পুলিশ। 

hand-dead-victim-woman-covered-600nw-
ফাইল চিত্র