নিজস্ব সংবাদদাতাঃ সাত দফার লোকসভা নির্বাচন চলছে। এরই মধ্যে শেষ হয়েছে তৃতীয় দফার নির্বাচন। এখনো বাকি রয়েছে চার দফা। ভোটের ফলাফল ঘোষণা হবে আগামী ৪ঠা জুন। তবে তার আগেই তৃণমূল কংগ্রেসের বিজয় ঘোষণা হয়ে গিয়েছে। তারা বিজয় মিছিল বের করেছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে। এখানে সবুজ আবির নিয়ে আনন্দে মেতে উঠেছে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকরা। তাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের বিধায়ক মানগোবিন্দ অধিকারী।
এক্ষেত্রে উল্লেখ্য যে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে। বিধায়ক মানগোবিন্দ অধিকারী ভোটের ফলাফলের আগেই তাদের জয় নিয়ে উচ্ছ্বাসে মেতে উঠেছেন। তিনি উচ্ছ্বাসের সুরে জানিয়েছেন, '' আমরা ভাতার ব্লকে জয়ী হচ্ছি। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে আমরা ১ লাখ ভোটে জিতব। তাই আজ আমাদের কর্মীরা বিজয় মিছিলে মেতেছে। ''
তৃণমূল কংগ্রেসের জয় নিয়ে আশাবাদী ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব যশ। তিনি জানিয়েছেন, '' ক্লাসের যারা ভালো ছাত্র হয়, তারা পাশ করা নিয়ে চিন্তা করে না। তাদের চিন্তা থাকে কত শতাংশ নম্বর আসবে সেটা নিয়ে। ''
তবে ফলাফল ঘোষণার আগেই তৃণমূলের জয়ের মিছিল নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে বিভিন্ন মহলে। কেননা এই লোকসভা কেন্দ্রেই বিরোধী প্রার্থী হিসেবে লড়ছেন বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ।