নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচন চলছে। দ্বিতীয় দফাত ভোটপর্ব সদ্য শেষ হয়েছে। তবে এখনও পাঁচ দফার ভোট বাকি আছে। এই আবহেই নানা রাজ্যে প্রচার চালিয়ে যাচ্ছে।
/anm-bengali/media/post_attachments/8dadff94be9015c1b73e34cb14cfd2c005047ef8db63b2b58f7972dde4ed8734.jpg)
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উত্তর প্রদেশের লখনউতে আজ এক রোড শো করছেন। তার রোড শো চলাকালীন এক অ্যাম্বুলেন্স হঠাৎ ঢুকে পড়ে। তবে রাজনাথ সিং তার রোড শোয়ের মধ্যে দিয়েই অ্যাম্বুলেন্সকে রাস্তা করে দিলেন।
'এক্স' মাধ্যমে সেই ভিডিও শেয়ার হয়েছে। দেখুন সেই ভিডিও।
/anm-bengali/media/post_attachments/883b2794-12f.png)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)