নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত সরপাইতে সৌমেন্দু অধিকারীর জনসংযোগ কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা হামলা চালিয়েছে, এমনই অভিযোগ আনলো বিজেপি। তাদের অভিযোগ যে, পশ্চিম সরপাই কাঠপুলের কাছে বিজেপির জনসংযোগ কর্মসূচির ওপর পাথর ছুড়ে হামলা করেছে তৃণমূল কংগ্রেস। পাথরের আঘাতে আহত দুজন দলীয় কার্যকর্তাকে প্রাথমিক চিকিৎসার জন্য খড়িপুকুরিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
/anm-bengali/media/post_attachments/053197e1-940.png)
তৃণমূল কংগ্রেসের এমন বর্বর আক্রমণের নিন্দা করে ধিক্কার জানিয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি যে, মানুষের মধ্যে জনজাগরণ ঘটেছে। তাই হামলা করে আটকানো যাবে না বিজেপিকে। যদিও বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের দাবি যে, এই ধরনের কোন ঘটনার সঙ্গে যুক্ত নয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। যদি কোন অসামাজিক কার্যকলাপ ঘটে তবে পুলিশ তার নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে।
/anm-bengali/media/post_attachments/4aaf13a9-eb2.png)
আরও বলা হয়েছে যে, ' ভোটের মুখে বিজেপির খবরে এসে বাজার গরম করতে চাইছে। '
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)