নিজস্ব সংবাদদাতা, ঘাটালঃ দেবের সমর্থনে কয়েকদিন আগে ঘাটালে প্রচারে এসেছিলেন অভিষেক ব্যানার্জি। সেই জন্যই ঘাটাল শহরের বিভিন্ন এলাকার পাশাপাশি সরকারি জায়গাতেও লাগানো হয়েছিল তৃণমূলের পতাকা, ফেস্টুন, ব্যানার। বিজেপির অভিযোগ যে, কর্মসূচী শেষ হওয়ার বেশ কয়েকদিন পরেও সরকারি জায়গায় এখনো লাগানো রয়েছে তৃণমূলের দলীয় পতাকা ব্যানার-ফেস্টুন।
বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ নির্বাচন কমিশনে অভিযোগ জানালেও শুধুমাত্র তৃণমূলের হওয়ার কারণে খুলে ফেলা হচ্ছে না ওই হোর্ডিং, ব্যানার।সংবাদমাধ্যমের সামনে বললেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট জানিয়েছেন যে, '' ঘাটালের মহকুমা শাসক তৃণমূলের হয়ে কাজ করছে। ''
অভিযোগ পেয়ে শুক্রবার রাতে নির্বাচন কমিশনের তরফ থেকে পোস্টার খুলতে এলে নির্বাচন কমিশনের সামনে একতরফা কাজ করার জন্য ক্ষোভ প্রকাশ করে তর্কে জড়ান ঘাটালের বিজেপি বিধায়ক শিতল কপাট। এই গোটা ঘটনায় বিজেপিকে পালটা বিঁধেছে তৃণমূল।