নিজস্ব সংবাদদাতাঃ প্রথম দফার ভোট শেষ হয়েছে সদ্য। এবার লক্ষ্য দ্বিতীয় দফার ভোট। এই দফার ভোটের জন্য রাজ্য সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্র মারফত জানা গিয়েছে যে, লোকসভা ভোটের প্রচারে বাংলায় সব মিলিয়ে মোট ১৫টি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
/anm-bengali/media/post_attachments/97265fb318d65b59f8b566bbefe5efa5f7ed31d069f56a22cfb333c790101b46.jpg?w=414)
সূত্র মারফত আর জানা গিয়েছে যে, আগামী দিনে দক্ষিণবঙ্গে বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বীরভূম, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথিতে সভা করার কথা রয়েছে মোদীর। দক্ষিণ ২৪ পরগনায় একটি সভা করার কথা রয়েছে তার।
/anm-bengali/media/post_attachments/b67eebb1ef8ffedef47fccc2ff386956f9e6a7e9dabc1f6002c7fd137c35faa9.png?im=FitAndFill=(826,465))
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনসভা করবেন দার্জিলিং, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বোলপুর, বনগাঁ, তমলুক, ঘাটাল, দমদম, বসিরহাট, বারাসত ও কলকাতায়।
/anm-bengali/media/post_attachments/d07a5295377886b499fecf67ba8971828d4e0242f162d86a922091f9b168595f.jpg?impolicy=website&width=640&height=480)
প্রসঙ্গত উল্লেখ্য যে, আগামী শুক্রবার দ্বিতীয় দফায় রাজ্যে ভোট হবে দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)