নিজস্ব সংবাদদাতাঃ আসামের শিলচরে এক জনসভায় তৃণমূল কংগ্রেস চেয়ারপার্সন ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, '' নির্বাচনে জিতলে রাজ্যে এনআরসি ও সিএএ লাগু হবে না। ডিটেনশন ক্যাম্পে কতজনকে রাখা হবে ? এবারের নির্বাচন ভয়াবহ হতে যাচ্ছে। এমন কালো ও দুর্নীতিগ্রস্ত নির্বাচন আগে কখনো দেখিনি। দাঙ্গাই মোদী সরকারের একমাত্র গ্যারান্টি। আমি বিশ্বাস করি না যে মোদী কারও জন্য কিছু করবেন। এই সরকার 'জুমলেবাজ' সরকার। আমি কোনো হুমকিকে ভয় পাই না। ''
/anm-bengali/media/post_attachments/d91b74f607aec9d7b582042b57f3061d8333d2436755f056e325d8b85dd64268.jpg)
/anm-bengali/media/post_attachments/25e9f2b1de61ef1c27200ccfbaf63d5916b4fc250bfb54c30d4e5ed665e9b5cc.jpg?VersionId=25VS7tE.ENUohht7aWtgXo3cNsKv_3tt&size=690:388)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)