নিজস্ব সংবাদদাতাঃ সিপিএম এর নতুন লড়াকু মুখ হল মিনাক্ষী মুখোপাধ্যায়। দলের রেওয়াজ ভেঙে তাকেই দলের মুখ করেছেন রাজ্য সিপিএমের প্রথম সারির নেতারা।
সূত্র মারফত জানা গিয়েছে যে, মিনাক্ষী মুখোপাধ্যায় এক লড়াকু নেত্রী। দলের ভার সামলানোর জন্য তাকে দলের সবাই তাদের নেত্রীরূপে মেনে নিয়েছে। তবে ভোটের ফলাফলে তার প্রকাশ পাওয়া যায়নি। তাই দলের অনেকেই মিনাক্ষী মুখোপাধ্যায়কে ভোটের ময়দানে জয় না পাওয়ার জন্য দায়ী করেছেন।
এই প্রসঙ্গে রাজ্য সিপিএমের প্রথম সারির এক নেতা বলেন, '' ভোটে হারলে অনেকেই অনেক কিছুকে 'কারণ' হিসেবে তুলে ধরতে চান। সে সব কারণের নেপথ্যে থাকে ব্যক্তিগত চাওয়া-পাওয়া। এখন মিনাক্ষীর প্রসঙ্গ তুলে কেউ কেউ ময়দানে নামছেন। কিন্তু তাদের বুঝতে হবে, কর্মী-সমর্থকদের মধ্যে জনপ্রিয়তার নিরিখে মিনাক্ষীর ধারেকাছে কেউ নেই। এই বাস্তবটাই অনেকে মেনে নিতে পারছেন না। ''