নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোণাঃ আরামবাগে মিতালী বাগের হয়ে প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায় কুরুচিকর মন্তব্য করেছেন। এমনটাই দাবী করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
/anm-bengali/media/post_attachments/3d9dda52-cc0.png)
তার কথায়, '' মমতা ব্যানার্জি এসসি, এসটিদেরকে বলছেন নিম্নবর্ণ। মমতা ব্যানার্জির সাহস হয় কি করে ? দেশে রাজার প্রথা উঠে গেছে, মমতা ব্যানার্জি মুখটা পরিষ্কার করুক ব্লিচিং পাউডার, ফিনাইল দিয়ে। সকল এসটি, এসসি, ওবিসি সম্প্রদায়ের মানুষরা নির্বাচনে মমতা ব্যানার্জিকে হারাবে। কাউকে নিম্নবর্ণ বলার অধিকার ভারতবর্ষের সংবিধান দেয়নি। ''
/anm-bengali/media/post_attachments/fda6dd13-f27.png)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)