নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট শেষ হয়েছে। কিন্তু এখনো বাকি রয়েছে চার দফার ভোট। এই আবহে জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রচারের রাস টানতে খোদ মাঠে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার তিনি প্রচার সারতে হাজির হয়েছিলেন আরামবাগে। আরামবাগের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন মিতালী বাগ। তার সমর্থনেই আজ প্রচারে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরামবাগের প্রচার চলাকালীন এক জনসভা থেকে তিনি বিরোধী দল বিজেপিকে কড়া ভাষায় নিশানা করেছেন। বিজেপিকে নিশানার পাশাপাশি তিনি নিজের দলের লোকদেরকেও হুঁশিয়ারি দিয়েছেন। নিজের দলে নেতা, কর্মীদের সম্পর্কে তিনি বলেছেন যে, '' আমাদের দলের যদি কেউ বদমায়েশি করে তাহলে আমি তাকে থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি। কিন্তু বিজেপি সেটা করবে না। সিপিএমের হার্মাদরা যখন বিজেপিতে এসে গিয়েছে, তখন তারা টাকা দিয়ে ভোট কিনবে। ''
মুখ্যমন্ত্রী সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করেছেন। তার কথায়, '' আমি ওনার নাম দিয়েছি প্রচারমন্ত্রী। ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমোতে যাওয়ার আগে অবধি, সব জায়গায় ওনার ছবি। উনি শুধু নিজের প্রচার করতে ভালোবাসেন। ''