নিজস্ব সংবাদদাতাঃ কুরুক্ষেত্র লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন কংগ্রেস নেতা নবীন জিন্দাল বলেছেন, " হোলি উপলক্ষে আমি সকলকে আমার শুভেচ্ছা জানাতে চাই। বিজেপিতে যোগ দিয়ে আমি দ্বিতীয় ইনিংসের মতো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি এবং আমার উপর আস্থা রেখে তারা (বিজেপি) আমাকে টিকিট দিয়েছে। এজন্য আমি প্রধানমন্ত্রী মোদীর কাছে কৃতজ্ঞ। কুরুক্ষেত্রের মানুষ আমার পরিবার... প্রধানমন্ত্রী মোদীর স্বপ্ন অর্থাৎ বিকাশিত ভারতকে সফল করতে আমরা একসঙ্গে কাজ করব। কংগ্রেসের যা অবস্থা হয়েছে তা নেতিবাচক কাজের কারণে কিন্তু আমি ইতিবাচক জিনিসে বিশ্বাস করি। ''
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)