নিজস্ব সংবাদদাতাঃ তৃতীয় দফার লোকসভা নির্বাচন হতে চলেছে। এরই মধ্যে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন পত্রের হলফনামা অনুযায়ী জানা গিয়েছে যে, অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৩৫ লক্ষ ৫৭ হাজার ৭৬৪ টাকা। অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ২৮ লক্ষ ৭৫ হাজার ২৬ টাকা। এছাড়াও , জানা গিয়েছে যে তার ১ কোটি ২০ লক্ষ ১১ হাজার ২৭০ টাকা ঋণ রয়েছে।
/anm-bengali/media/post_attachments/cfbdea3beb3e6ba5dabfdfddf7c60f2002bddc16948866c64b84a49f71faa24e.jpg?im=FitAndFill=(540,360))
এছাড়াও, তার ৩৬ লক্ষ ৭৩ হাজার ৪৪৯ টাকার সোনার গয়না রয়েছে। অগ্নিমিত্রার একটি ২৩৬৬ স্কোয়্যার ফুটের ফ্ল্যাট রয়েছে। যার বর্তমান মূল্য ১ কোটি ২৮ লক্ষের অধিক।

/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)