নিজস্ব সংবাদদাতাঃ ভোটে আংশিক হার হয়েছে তৃণমূল কংগ্রেসের। এই বিষয়ে কোচবিহারের নবনির্বাচিত সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সংবর্ধনা সভায় এবার সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহ। তবে সরব হয়ে তিনি এক বিতর্কিত মন্তব্য করে বসেছেন। তার কথায়, '' শহরের মানুষ বেশি চালাক, ওদের বরাদ্দ বন্ধ করে দেব। "
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2023/09/Nisith-Pramanik-Udayan-Guha.jpg)
কোচবিহারের নবনির্বাচিত সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সংবর্ধনা সভায় তিনি আরও বলেন যে, কোচবিহার লোকসভা কেন্দ্রের সব শহরে তৃণমূল প্রার্থী প্রতিপক্ষের থেকে কম ভোট পেয়েছেন। তৃণমূল সব শহরে হেরেছে। আর সেই কারণে তাঁর দফতরের সব বরাদ্দ শহরের জন্য বন্ধ।
তার এই মন্তব্যে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি।
/anm-bengali/media/post_attachments/a67c1da08b656fcf997718465c6634914eeabcc3d50e08b061a23b931f89788d.jpeg?size=948:533)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
'' শহরের মানুষ বেশি চালাক, আমাদের প্রার্থীকে ভোট দেননি '', বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উদয়ন গুহ
বিতর্কিত মন্তব্য উদয়নের।
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ ভোটে আংশিক হার হয়েছে তৃণমূল কংগ্রেসের। এই বিষয়ে কোচবিহারের নবনির্বাচিত সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সংবর্ধনা সভায় এবার সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহ। তবে সরব হয়ে তিনি এক বিতর্কিত মন্তব্য করে বসেছেন। তার কথায়, '' শহরের মানুষ বেশি চালাক, ওদের বরাদ্দ বন্ধ করে দেব। "
কোচবিহারের নবনির্বাচিত সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সংবর্ধনা সভায় তিনি আরও বলেন যে, কোচবিহার লোকসভা কেন্দ্রের সব শহরে তৃণমূল প্রার্থী প্রতিপক্ষের থেকে কম ভোট পেয়েছেন। তৃণমূল সব শহরে হেরেছে। আর সেই কারণে তাঁর দফতরের সব বরাদ্দ শহরের জন্য বন্ধ।
তার এই মন্তব্যে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি।