নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটের একদিন পর, শনিবার মণিপুরের মুখ্য নির্বাচনী আধিকারিক ভারতের নির্বাচন কমিশনের সচিবকে চিঠি লেখে। এই চিঠিতে ইনার মণিপুর আসনে ফের নির্বাচনের আহ্বান জানানো হয়েছে। এই চিঠিতে বলা হয়েছে যে, ১৯ এপ্রিল শুক্রবার প্রথম দফার লোকসভা নির্বাচনের ছয়টি ভোটকেন্দ্রের ভোট বিঘ্নিত হয়েছে।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, লোকসভা নির্বাচন চলাকালীন মণিপুরের মইরাংকাম্পু সাজেব আপার প্রাইমারি স্কুল, ইরোইসেম্বা আপার প্রাইমারি স্কুলের ইস্টার্ন উইং এবং খাইদেম মাখা স্টেশনে গণহিংসার ঘটনা ঘটেছে। এছাড়াও খোংমানজোনে ভয়াবহ দাঙ্গার খবরও পাওয়া গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে যে, ইরোইসেম্বা আপার প্রাইমারি স্কুলে থাকা ভিভিপ্যাট মেশিন ধ্বংস করে দিয়েছে উন্মত্ত জনতা।
প্রসঙ্গত উল্লেখ্য যে, লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট ২১ টি রাজ্যের মোট ১০২টি আসনে পরিচালিত হয়েছিল। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে যে, ত্রিপুরায় সবচেয়ে বেশি ভোট পড়েছে। ত্রিপুরায় প্রায় ৭৯.৯০ শতাংশ এবং পশ্চিমবঙ্গে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে।