নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচনে বাংলায় গো হারা হেরেছে বঙ্গ বিজেপি। হারার পরেই এক বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বর্ধমান-পশ্চিম কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন দিলীপ ঘোষ। কিন্তু সেখানেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কাছে হেরে যান তিনি। তিনি এই বিষয়ে বলেছেন যে, '' রাজনীতিতে কাঠিবাজি এবং চক্রান্ত থাকবেই। আমি বিষয়টি সেভাবেই নিয়েছি। তার পরেও যথেষ্ট পরিশ্রম করেছি। কিন্তু সাফল্য আসেনি। ''
/anm-bengali/media/post_attachments/05450e6e9f3d51c1413854a923e882fdcde99ae6177be1cf61f483ef3f2453c4.jpg?im=FitAndFill=(1200,675))
তিনি আরও বলেন যে, '' ব্যক্তিগত রেষারেষি এবং দলের ভুল নীতির ফলই এ রাজ্যে ভুগতে হয়েছে বিজেপিকে। ''
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2022/05/Dilip-Ghosh-1-2.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)